bangla news

সড়ক বন্ধ করে ২০ দলের গণসংযোগ

824 |
আপডেট: ২০১৪-০৮-২৭ ১:২৯:০০ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নগরীর ইপিজেড মোড়ে সড়ক বন্ধ করে দিয়ে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গণসংযোগ। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

চট্টগ্রাম: নগরীর ইপিজেড মোড়ে সড়ক বন্ধ করে দিয়ে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গণসংযোগ। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এছাড়া অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
সম্পাদক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেনসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

ইপিজেড মোড়ে সমাবেশ শেষে পর্যায়ক্রমে নগরীর বড়পোল, কদমতলী, শুভপুর বাস স্ট্যান্ড, অলংকার মোড়, অক্সিজেন, বহদ্দার হাট মোড় ও সিনেমা প্যালেসে গণসংযোগ করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-08-27 01:29:00