ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২০ দলীয় জোটের গণসংযোগ

বুধবার নগরীর ৭ স্পটে অংশ নেবেন এমকে আনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
বুধবার নগরীর ৭ স্পটে অংশ নেবেন এমকে আনোয়ার

চট্টগ্রাম: বুধবার নগরীর সাত স্পটে গণসংযোগ করবে বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।



সকাল ১০টায় নগরীর ইপিজেড মোড়ে এ কর্মসূচির শুরু হবে। সন্ধ্যা ৬টা নগরীর সিনেমা প্যালেস চত্বরে গণসংযোগের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এ কর্মসূচির।


এছাড়া সকাল ১১টায় বড়পোল, বেলা ১২টায় কদমতলী শুভপুর বাস স্ট্যান্ড, বিকেল ৩টায় অলংকার মোড়, ৪টায় অক্সিজেন ও বিকেল ৫টায় বহদ্দারহাট মোড়ে গণসংযোগ অনুষ্ঠিত হবে।

নগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোট চট্টগ্রামের সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   

কর্মসূচি সফল করতে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে বুধবারের গণসংযোগ কর্মসূচি সফল করতে নগরীর বিভিন্ন থানায় প্রস্তুতি সভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। মঙ্গলবার বিকেলে নগরীর

দেওয়ানহাট এলাকায় ডবলমুরিং থানা বিএনপি সভাপতি এসএম সাইফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বন্দর থানা বিএনপি’র সভাপতি এমএ আজিজের সভাপতিত্ত্বে দলের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইপিজেড মোড়ে গণসংযোগ সফল করার আহ্বান জানান তিনি।  

মতিউর রহমান চেয়ারম্যানের বাড়িতে প্রস্তুতি সভার আয়োজন করে হালিশহর থানা বিএনপি। বিএনপি নেতা আবুল হাশেমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়:২১০৬ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad