ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চার ডাকাতের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
চট্টগ্রামে চার ডাকাতের কারাদণ্ড

চট্টগ্রাম: ডাকাতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ ম‍াসের কারাদণ্ড দিয়েছেন।



মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দিয়েছেন।

জেলা আদালতের অতিরিক্ত পিপি মো.নাসির উদ্দিন রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


দণ্ডপ্রাপ্ত চার ডাকাত হল, আবুল কাশেম, সরওয়ার খান, চঞ্চল মিয়া ও জয়নাল আবেদিন। চারজনই বর্তমানে পলাতক আছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১২ মার্চ রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ছালেহ কার্পেট কারখানার সামনে সিএনজি অটোরিক্সা আরোহী জনৈক আবুল কাশেমের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা, মোবাইল লুট করে নেয় একদল দুর্বৃত্ত।

এ ঘটনায় আবুল কাশেম বাদি হয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০৯ সালের ১০ এপ্রিল আদালতে চার ডাকাতকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১০ সালের ২২ মার্চ আদালতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মোট ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ২৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।