ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিপণ দিয়ে ছাড়া পেল ৩ জেলে, একজনকে খুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
মুক্তিপণ দিয়ে ছাড়া পেল ৩ জেলে, একজনকে খুন ছবি: প্রতীকী

মিরসরাই: বঙ্গোপসাগরের মিরসরা‌ই উপকূল থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর ৬০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন তিন জেলে।   মুক্তিপণ পাঠাতে দেরী হওয়ায় শাহ আলম (৪৭) নামে এক জেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



মঙ্গলবার দুপুরে উপজেলার বামনসুন্দর খালের মুখ থেকে নিহত জেলের লাশ উদ্ধার হয়।

মুক্তি পাওয়া জেলেরা হলেন, সাহেরখালী গজারিয়া গ্রামের মো আবুল বসর (৪১), মো. সবুজ (২৩) ও মো. জালাল আহম্মদ (৪৫)।
নিহত শাহ আলমসহ এ চার জেলেই উপজেলার গজারিয়া বেড়ি বাঁধ এলাকার বাসিন্দা।

গত রোববার মিরসরাইয়ের সাহেরখালী উপকূলে মাছ ধরার সময় ওই চার জেলেকে অপহরণ করে জলদস্যুরা।

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা চৌধুরী বাংলানিউজকে মুক্তিপণ দিয়ে জেলেদের মুক্তি ও একজনের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গজারিয়া এলাকার বাসিন্দা মো. নুর উদ্দিন বাংলানিউজকে জানান, চারজনের মধ্যে প্রতিজনের পরিবারকেই মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছিল। কিন্তু শাহ আলমের পরিবার টাকা দিতে না পারায় তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তি পাওয়া জেলেরা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, জলদস্যুদের দ্বারা মুক্তিপণ দাবির অভিযোগের ব্যাপারে শুনেছিলাম।   তবে, কারো লিখিত অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।