ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনের বহরে আরও ৪০ মিনিবাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
চট্টগ্রাম নগরীতে গণপরিবহনের বহরে আরও ৪০ মিনিবাস ফাইল ফটো

চট্টগ্রাম: যাত্রী পরিবহনের সুবিধার্থে মহানগরীতে গণপরিবহনের বহরে আরও ৪০টি মিনিবাস সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকদের সংগঠন চট্টগ্রাম সিটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েন। প্রথম দফায় সোমবার থেকে নেমেছে ৫টি মিনিবাস।



সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রথম দফার মিনিবাস চলাচল উদ্বোধন করেন।

মিনিবাস চলাচল উদ্বোধন উপলক্ষে নগরীর জিইসি মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাবেক মেয়র বলেন, আমি সিটি কর্পোরেশনের উদ্যোগে নারী ও শিশুদের জন্য নিরাপদ বাস সার্ভিস চালু করেছিলাম।
এ সার্ভিস এখন আর আগের মত সচল নেই।

তিনি নগরবাসীর সুবিধার্থে প্রত্যেক রুটে পর্যাপ্ত পরিমাণ বাস চালানোর জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ হাকিম, কার্যকরী সভাপতি আবদুল বারেক কোম্পানী, সাধারণ সম্পাদক তরুণ দাশগুপ্ত ভানু, যুগ্ন সাধারণ সম্পাদক সাদি নাইম সুমন, অর্থ সম্পাদক টিটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক বাবুল কান্তি দাশ, লাইন সম্পাদক রুবেল মহাজন বাবু, সহ সম্পাদক অপু মল্লিক ও সদস্য মো. ওসমান এবং মিনিবাস শ্রমিক নেতা মো. ইয়াছিন, নুরুল হক ও সূর্য দাশ গুপ্ত।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।