ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের আখড়ায় পুলিশের হানা, আটক ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
মাদকের আখড়ায় পুলিশের হানা, আটক ১৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর মাদকের আখড়া খ্যাত বরিশাল কলোনি ও স্টেশন কলোনিতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার কোতোয়ালী ও সদরঘাট থানা এবং গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।



অভিযানে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ, অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মো. হাছান, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ, নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীরসহ অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশ নেন।


নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ বাংলানিউজকে জানান, কলোনি দু’টি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে ব্যবহার হয়ে আসছে।
  কলোনি দু’টিকে মাদকমুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে সন্দেহভাজন মাদকসেবী হিসেবে ১৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ জনকে সদরঘাট থানায় এবং ৩ জনকে কোতোয়ালী থানায় রাখা হয়েছে।   তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।

এছাড়া অভিযানে এলাকার প্রধান দু‘টি মাদক স্পট (ঘর) এবং ১৬টি ছাউনি ধ্বংস করা হয়।

আবদুর রউফ বলেন, মাদক নির্মূলের ব্যপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স।   এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ২০১১, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।