ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আমদানিকারককে ১৬ কোটি টাকা অর্থদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
চট্টগ্রামে আমদানিকারককে ১৬ কোটি টাকা অর্থদণ্ড ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চেক প্রতারণার অভিযোগে বেসরকারী ব্যাংকের দায়ের করা দুটি মামলায় নগরীর আছাদগঞ্জের এক ভোগ্যপণ্য আমদানিকারককে পৃথকভাবে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে দুটি চেকের বিপরীতে ১৬ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন।



সোমবার চট্টগ্রামের ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দিয়েছেন।

দন্ডিত ভোগ্যপণ্য আমদানিকারক মো.কামাল উদ্দিন নগরীর আছাদগঞ্জের আফসানা এন্টারপ্রাইজের মালিক।


ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো.মহিউদ্দিন রায় প্রদানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়া থেকে নেয়া ঋণ পরিশোধের অংশ হিসেবে কামাল উদ্দিন ২০১৩ সালের ৩০ এপ্রিল পূবালী ব্যাংকের দুটি চেক দেন। দুটি চেকে উল্লিখিত টাকার পরিমাণ হচ্ছে ১৩ কোটি ও ৩ কোটি টাকা।

দুটি চেক ওইদিনই ব্যাংকে জমা দেয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে সেগুলো প্রত্যাখাত হয়। এরপর লিগ্যাল নোটিশ দিয়েও কোন সাড়া না পেয়ে ২০১৩ সালের ৪ জুলাই আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ব্যাংক এশিয়ার খাতুনগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার মো.আলাউদ্দিন।

দুটি মামলায় চলতি বছরের ২২ এপ্রিল আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন ও পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের পর আদালত রায় দিয়েছেন। রায়ে ১৩ কোটি টাকার চেক প্রতারণার জন্য ৮ মাস এবং তিন কোটি টাকার চেক প্রতারণার জন্য ৩ ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া চেকে উল্লিখিত টাকা অর্থদণ্ড হিসেবে দিয়েছেন আদালত।

কামাল উদ্দিন ভিন্ন মামলায় দন্ডিত হয়ে বর্তমানে কারাগারে আছেন। সোমবার রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, আগস্ট ১৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad