ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শামসুর রাহমানের প্রয়াণ দিবসে প্রমা’র শ্রদ্ধাঞ্জলী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
শামসুর রাহমানের প্রয়াণ দিবসে প্রমা’র শ্রদ্ধাঞ্জলী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অষ্টম প্রয়াণ দিবসে বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে প্রতিশ্রুতিশীল আবৃত্তি সংগঠন প্রমা।

কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রোববার রাতে প্রমা আয়োজন করে আবৃত্তি অনুষ্ঠান ‘তুমি নিশ্বাস, তুমিই হৃৎস্পন্দন’।

  

প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত কবিকে নিবেদন করে কবিতা পাঠ করেন কবি খালিদ আহ্সান, বিশ্বজিৎ চৌধুরী, এজাজ ইউসুফী, ইউসুফ মোহাম্মদ, জিন্নাহ চৌধুরী, আসমা বিথী।
 
কবির স্মরণে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, কংকন দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া, বিশ্বজিৎ পাল, মোহিত বিশ্বাস, সাইফুর রাহমান, রুনা চৌধুরী, আচরারুল হক, ফাতেমাতুজ জোহরা ঊর্মি, মাহ্ফুজ আহমেদ, তাসলিমা আক্তার বৃষ্টি, তাসনিম জামাল ও লিনা বড়ুয়া।


কবির লেখা থেকে গ্রন্থিত বৃন্দ আবৃত্তিতে অংশ নেন আল মামুন, তুষার কান্তি নাথ, রূপা সেনগুপ্তা, বিশ্বজিৎ তালুকদার, সঞ্চিতা শর্মা, মোমেনা খাতুন পুষ্প, সাইমুন নাসরিন, কাজী নুসরাত জাহান, অর্পিতা ধর, রহিমা আফরোজ খুশবু, লুৎফা বেগম, অন্তশ্রী দে, তানজিনুল নূর, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুন নূর, আফসারুন নেসা, রোমেনা আহমেদ, মোহাম্মদ ইব্রাহীম, যীশু দে, মোহাম্মদ আশরাফ হোসেন, সাফিয়া তাবাসসুম, মোহাম্মদ তানভির ইসলাম।

আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন মিশফাক রাসেল, মাহবুবুর রহমান মাহফুজ।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, আগস্ট ১৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।