ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ষষ্ঠবারের মতো শীর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজ

মো.মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ষষ্ঠবারের মতো শীর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: এইচএসসি পরীক্ষায় সামগ্রিক ফলাফল বিচারে টানা ষষ্ঠবারের মতো চট্টগ্রামে সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম অবস্থান অধিকার করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।  

এ প্রতিষ্ঠান থেকে ৪৫ জন পরীক্ষার্থী নিবন্ধন করে সবাই পরীক্ষায় অংশ নেয়।

৪৩ জন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে সবাই।

পাঁচটি মানদন্ডের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেরা ২০ কলেজ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.পিযূষ দত্ত।


প্রতিষ্ঠানে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, মোট পরীক্ষার্থীর শতকরা পাশের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা, জিপিএ’র গড় এবং প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর মোট সংখ্যার পয়েন্ট মিলিয়ে তা নির্ধারণ করা হয়েছে।

সে হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পয়েন্ট ৮৮ দশমিক ৬০।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই এ বিচার করা হয়েছে বলে জানিয়েছেন পিযূষ দত্ত।

৮৭ দশমিক ২১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। ৮১ দশমিক ৮০ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ।

শীর্ষ বিশের অন্য কলেজগুলো হলো (ক্রমানুসারে) - হাজি মো. মহসিন কলেজ(৭৮ দশমিক ২০), চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ (৭৫ দশমিক ৮৬), ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ(৭২ দশমিক ২৯), ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ(৭১ দশমিক ৯৪), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ(৭১ দশমিক ১৯), কক্সবাজার সরকারি কলেজ(৭০ দশমিক ১৮), নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ(৬৯ দশমিক ৫২), চট্টগ্রাম সরকারি সিটি কলেজ (৬৭ দশমিক ৭৪), বিএএফ শাহীন কলেজ(৬৬ দশমিক ৫৪), কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ(৬৫ দশমিক ৪৬), বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজ(৬৫ দশমিক ৪৪), হাজেরা তজু ডিগ্রি কলেজ(৬৪ দশমিক ৬৮), আগ্রাবাদ মহিলা কলেজ(৬৪ দশমিক ৪৯), পটিয়া সরকারি কলেজ(৬৩ দশমিক ৮০), চট্টগ্রাম বিজ্ঞান কলেজ(৬১ দশমিক ৯৪), চট্টগ্রাম মহিলা কলেজ(৬১ দশমিক ৬৮), চট্টগ্রাম চুয়েট স্কুল এন্ড কলেজ(৬০ দশমিক ৮৯)।

বাংলাদেশ সময়:১৩৩৫ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।