ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।


CCC_EVICTION
তিনি বাংলানিউজকে জানান, জাকির হোসেন রোডের জিইসি মোড় থেকে এমইএস কলেজ পর্যন্ত ফুটপাতে অবৈধভাবে দোকান নির্মান করে লোকজন। ফলে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হয়।
প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। কয়েকবার তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হলেও তারা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ফুটপাত থেকে ৫০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
CCC_EVICTIONCCC_EVICTION
এছাড়া কোতোয়ালী থানার অমর চাঁদ রোড থেকে অবৈধ দখলে থাকা কর্পোরেশনের একটি দোকান উদ্ধার করা হয় বলে জানান সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারি ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।