ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
চট্টগ্রামে জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ আটক ১ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামে ৪৮ হাজার টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ মো.আইয়ূব (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে শাহ আমানত সেতু এলাকা থেকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।



বাকলিয়া থানার ওসি মো.মহসিন বাংলানিউজকে জানান, আইয়ূবের কাছ থেকে পত্রিকার ভেতরে ভাঁজ করা অবস্থায় চার হাজার ২৪৮টি জাল স্ট্যাম্প ও কোর্ট ফি পাওয়া গেছে। এর মধ্যে দশ টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প আছে তিন হাজার চার’শটি এবং ৭৪৮টি ২০ টাকা মূল্যমানের জাল কোর্ট ফি আছে।
জাল স্ট্যাম্প ও কোর্ট ফি’র মূল্যমান হচ্ছে ৪৮ হজার ৯৮০ টাকা।

ওসি বাংলানিউজকে বলেন, আইয়ূব সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা আদালত ভবনে এবং বিভিন্ন সরকারী অফিসে স্ট্যাম্প ও কোর্ট ফি সরবরাহ করে। চক্রের ‍অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।