ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি ও শিল্প পুলিশে প্রতি বুধবার গণশুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
সিএমপি ও শিল্প পুলিশে প্রতি বুধবার গণশুনানি

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে প্রতি বুধবার গণশুনানি অনুষ্ঠিত হবে। একই দিনে শিল্প পুলিশও চট্টগ্রামে তাদের দপ্তরে গণশুনানির আয়োজন করেছে।



সিএমপিতে গণশুনানিতে অংশ নেবেন প্রতিকার প্রার্থী সাধারণ জনতা। তাদের অভিযোগ, সমস্যা সরাসরি শুনবেন সিএমপি’র উর্দ্ধতন কর্মকর্তারা।
গণশুনানির সার্বিক বিষয় সমন্বয়ের দায়িত্বে আছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (আইটি ও জনসংযোগ) মো.জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা গণশুনানির আয়োজন করেছি। প্রতি বুধবার অফিস চলাকালীন সময়ে গণশুনানি হবে। বুধবার সরকারী বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসে শুনানি হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণশুনানিতে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং জোনের উপ-কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা থাকবেন। সমস্যা কিংবা অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে তা নিরসনে সংশ্লিষ্ট থানা কিংবা নগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়া হবে।

এদিকে নগরীর ইপিজেড এলাকায় শিল্প পুলিশের দপ্তরেও প্রতি বুধবার গণশুনানি হবে। শুনানিতে যে কোন কারখানার শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্টরা সরাসরি অংশ নিয়ে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। শ্রমিকদের বকেয়া পাওনা, অসন্তোষ থাকলে তা-ও সরাসরি জানাতে পারবেন।

চট্টগ্রামের শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, রমজানের সময়ও আমরা বিভিন্ন কারখানায় মালিক-শ্রমিকদের সমস্যা সরাসরি শুনেছিলাম। এখন থেকে প্রতি বুধবার সমস্যার কথা সরাসরি আমাদের শীর্ষ কর্মকর্তারা শুনবেন। এতে শ্রমিক অসন্তোষ নিরসন আমাদের পক্ষে সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।