ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫৭ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
৫৭ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের অনুদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর ৫৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ২০ লাখ ২৬ হাজার টাকা সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।



চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, র্বতমান সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
সমাজের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতিকে দুই লাখ ৫০ হাজার, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতিকে ১ লাখ ৫০ হাজার, চক্ষু হাসপাতাল রোগী কল্যাণ সমিতিকে ৭৫ হাজার, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ৮৫ হাজার, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-১ কে  দুই লাখ, সমন্বয় পরিষদ-২ কে দুই লাখ টাকা, সমন্বয় পরিষদ-৩ কে দুই লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

এছাড়া, অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. দৌলতুজ্জামান খাঁনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।