ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষকের প্রহারে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
শিক্ষকের প্রহারে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে শিক্ষকের প্রহারে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে নগরীর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে ন্যাশনাল ডায়লগ ফাউন্ডেশন (এনডিএফ) নামে একটি সংগঠন এ কর্মসূচী পালন করে।



সমাবেশে বক্তারা বলেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা আছে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কোন ধরনের শারীরিক লাঞ্চনা করা যাবেনা। কিন্তু হাইকোর্টের এ নির্দেশ উপেক্ষা করে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।
এ নির্যাতনের সর্বশেষ শিকার হয়েছেন বোয়ালখালীর কধুরখীলের বৃষ্টি দাশ। হতদরিদ্র পরিবারের এই শিশুটি অকালে প্রাণ হারিয়েছেন।

বক্তারা অবিলম্বে শিক্ষকের গ্রেপ্তার দাবি করে বলেন, আমরা গোটা শিক্ষক সমাজের বিরুদ্ধে নয়। আমরা চাই নির্যাতনকারী শিক্ষকের বিচার। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন হোক।

এনডিএফ’র সভাপতি অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ইউসুফের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য ‍রাখেন শিল্পী আব্দুল মান্নান রানা, ওয়ার্ড কাউন্সিলর এফ কবির চৌধুরী মানিক, সাংবাদিক মাঈনুদ্দিন দুলাল, নাগরিক ঐক্যের সদস্য সচিব নূরুল আফসার মজুমদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম সেন্টু প্রমুখ।

উল্লেখ্য বোয়ালখালীর কধুরখীল গ্রামে কৈবর্ত্য পাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রণীর ছাত্রী বৃষ্টি দাশকে স্কুলের বাবলা দত্ত নামে একজন শিক্ষক মারধর করেন। ঘটনার ১২দিন পর গত ৩১ জুলাই শিশুটি মারা যান।

এ ঘটনায় কধুরখীল কৈর্বত্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবলা দত্তের বিরুদ্ধে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। বাবলা দত্ত বর্তমানে পলাতক আছেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ০৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।