ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দিনেদুপুরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক স্বরূপ ভট্টচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
চট্টগ্রামে দিনেদুপুরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক স্বরূপ ভট্টচার্য স্বরূপ ভট্টাচার্য

চট্টগ্রাম: বন্দর নগরীর আন্দরকিল্লা মোড়ে নগর ভবনের সামনে দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সাংবাদিক। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় দৈনিক ভোরের কাগজ চট্টগ্রাম কার্যালয়ে নিজস্ব প্রতিবেদক স্বরূপ ভট্টাচার্যে্যর  এ ঘটনার শিকার হন। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।


স্বরুপ ভটাচার্য্ বলেন, ঘাট ফরহাদবেগ এলাকা থেকে মোটর চালিত রিকশা নিয়ে চেরাগী পাহাড়ের কর্মস্থলের দিকে যাচ্ছিলাম।   আন্দরকিল্লা মোড়ে সিটি করপোরেশন ভবনের সামনে মোটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী রিকশার গতি রোধ করে।

তারা ছুরি ঠেকিয়ে পকেটে থাকা একটি মোবাইল ফোন, পাঁচশ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ”

এরআগে গত ১ আগস্ট নগরীর জামালখান এলাকায় ছিনতাইয়ের শিকার হন দৈনিক আজাদীর সাংবাদিক মোরশেদ তালুকদার।

নগরীর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, ভোরের কাগজের সাংবাদিক আমাকে ঘটনাটি জানিয়েছেন। ছিনতাইকারীদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে ‍যাচ্ছি।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।