চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাস ও কাভার্ডভ্যান চালকসহ চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুক্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাস চালক আবুল কাসেম(৩৫), ট্রাক চালক ওবায়দুল্লাহ, বাসের যাত্রী জরিনা বেগম(৪২) ও নাজমুল হাসান(২৪)।
আহতরা হলেন- জহিরুল ইসলাম(২০), মামুন(২৭), মো.ছালেক(২৭), মোহাম্মদ মামুন(২৫), মো. নান্নু মিয়া(৫০), শহিদুল ইসলাম (২৮) এবং কাভার্ডভ্যানের সহকারী মো. ইউসুফ(২৬)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ওসি জাকির হোসেন বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুক্লারহাট এলাকায় ইশরাত পরিবহনের চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকামুখি একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসানের মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনায় আহত ৮জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ৮জনকে হাসাপাতালে আনা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসানের মৃত্যু হয়। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪