ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চশমা খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
চশমা খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর চশমা খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।



এসময় পরিবেশ দূষণ ও দুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাজিয়া শিরিন বাংলানিউজকে জানান, ষোলশহর পুনর্বাসন এলাকায় চশমা খালের ভেতর থেকে ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া পরিবেশ দূষণের দায়ে মো. মনির নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা এবং রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের দূর্ভোগ সৃষ্টির দায়ে মো. খোরশেদ আলমকে পাঁচ হাজার জরিমানা করা হয়েছে।

অভিযানে সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মো. আবু ছিদ্দিক, উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।