ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাইফ পাওয়ার টেকের দুর্নীতি তদন্তের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
সাইফ পাওয়ার টেকের দুর্নীতি তদন্তের আহ্বান এবিএম মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বেসরকারী অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের দুর্নীতি তদন্তে শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়‍ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এক প্রতিনিধিত্বমূলক সভায় মহিউদ্দিন এ দাবি জানান।



মহিউদ্দিন চৌধুরী বলেন, সাইফ পাওয়ার টেক চরম দুর্নীতিবাজ। তাকে অবৈধভাবে টার্মিনাল অপারেটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ নিয়োগ বাতিল করতে হবে।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে আধুনিক যন্ত্রপাতি কিনে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনা করতে হবে। সাইফ পাওয়ার টেকের দুর্নীতির তদন্তে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করতে হবে।

এছাড়া ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সঙ্গে সম্পাদিত একটি চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান মহিউদ্দিন।

চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা রোটারিয়ান মো. ইলিয়াছ, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এম ওয়াহিদুল্লাহ সরকার, ডক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ইসকান্দর মিয়া, ষ্টিভিডোর ষ্টাফ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রশীদ আহম্মদ চৌধুরী, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, ল্যাসিং আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. সেলিম।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ০৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।