ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গাঁজা বিক্রেতা নারীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
চট্টগ্রামে গাঁজা বিক্রেতা নারীর কারাদণ্ড

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া এক ভাসমান নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ভোরে সদরঘাট থানা পুলিশ মনোয়ারা বেগম (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে।

মনোয়ারা দোষ স্বীকারের পর আদালত তাকে দন্ড দিয়ে কারাগারে পাঠান।

সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, মনোয়ারা শুভপুর বাসস্ট্যান্ডের ভাসমান নারী।
সে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে। এর আগেও কয়েকবার তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। জামিনে বের হয়ে সে আবারও গাঁজা বিক্রি শুরু করে।

শেষবার গ্রেপ্তারের পর এক মাস আগে মানোয়ারা জামিনে বের হয়। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।