ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সহিংসতার নেতৃত্বদাতা শিবির নেতা গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
সহিংসতার নেতৃত্বদাতা শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের রায় এবং ৫ জানুয়ারির নির্বাচন পূর্বাপর শাহ আমানত সেতু এলাকায় সহিংসতার মূল নেতৃত্বদাতা ছাত্রশিবিরের নেতা সৈয়দ হোসেন প্রকাশ সাঈদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকা সাঈদকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

তার কাছে ছাত্রশিবিরের ২০টি চাঁদা আদায়ের রসিদ বই পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া সৈয়দ হোসেন প্রকাশ সাঈদ পটিয়া সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি এবং সংগঠনের দক্ষিণ জেলা শাখার সিনিয়র সদস্য।


বাকলিয়া থানার ওসি মো.মহসিন বাংলানিউজকে বলেন, সাঈদ বিভিন্ন মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একাধিক মামলা আছে। এর মধ্যে দু’টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের রায় পরবর্তী বাকলিয়া, কালা মিয়া বাজার, রাহাত্তারপুল, শাহ আমানত সেতু, মইজ্জ্যারটেকসহ আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেয়াসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে।

৫ জানুয়ারির সংসদ নির্বাচন পূর্বাপর এলাকাগুলো ঝটিকা মিছিল করে বেশ কয়েকবার সহিংস তান্ডব চালায় শিবিরের সন্ত্রাসীরা। এসব ঘটনায় সাঈদ নেতৃত্ব দেন। পুলিশের ভিডিও ফুটেডে সাঈদের অংশগ্রহণের দৃশ্য আছে।

নাশকতা ও সহিংসতার মামলা মাথায় নিয়ে সাঈদ দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার শাহ আমানত সেতু দিয়ে নগরীতে প্রবেশের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ০৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।