ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাতে পৌঁছাবে কাণ্ডারি-২, উদ্ধার কাজ বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
রাতে পৌঁছাবে কাণ্ডারি-২, উদ্ধার কাজ বৃহস্পতিবার ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ শনাক্ত করতে চট্টগ্রাম বন্দর থেকে রওয়ানা দেওয়া কাণ্ডারি-২ বুধবার দুপুরে পৌঁছার কথা থাকলে বৈরি আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেনি।

বুধবার রাত ৯টার দিকে জাহাজটি মাওয়ায় পৌঁছতে পারে বলে আশা করছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।

রাতে পৌঁছলেও উদ্ধার কাজ শুরু করবে বৃহস্পতিবার সকালে। চট্টগ্রাম বন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।


এর আগে রওয়ানা দেওয়ার তিনঘণ্টা পর বৈরি আবহাওয়ার কারণে বন্দরে ফিরিয়ে আনা হয় জরিপ-১০ জাহাজটি।

বন্দরে হাইডোগ্রাফি বিভাগের প্রধান কমান্ডার এম এম করিম চৌধুরীর নেতৃত্বে ১২ জনের একটি দক্ষ দল ‘কান্ডারি-২’ জাহাজে রয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় এম এম করিম বাংলানিউজকে জানান, তারা চাঁদপুর অতিক্রম করেছেন। রাত ৯টার দিকে মাওয়া পৌঁছতে পারেন।

তিনি বাংলানিউজকে বলেন, দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। আশা রাত ৯টার দিকে আমরা মাওয়া পৌঁছতে পারবো।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad