ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে ৮ রেস্তোরাঁ মালিককে জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
মিরসরাইয়ে ৮ রেস্তোরাঁ মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে ৮ রেস্তোরাঁ মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে।



বুধবার দুপুরে বারইয়ারহাট পৌরবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে আরাফাত রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার, মধুমিতা হোটেল ৫ হাজার, নাছির হোটেল ৫ হাজার,  ফুডল্যান্ড মিনি চাইনিজ ৫ হাজার, কাশবন রেস্টুরেন্ট ২ হাজার, শাহাদাত হোটেল ৫ হাজার, মদিনা হোটেল ৫ হাজার, অলংকার হোটেলে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে মসজিদ গলির রোজ গার্ডেন হোটেল সিলগালা করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad