ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোরিয়ান ইপিজেডে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
কোরিয়ান ইপিজেডে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত ৮ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সীমানা বিরোধ নিয়ে কোরিয়ান ইপিজেডের কর্মচারী ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আটজন আহত হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাহাঙ্গীর(৬০), মো. দিদার(২৮), মো. সোহেল(৩০), মো. আক্কাস(২৮), মো. হেমায়েত(৩০), আজীম(২৫), শহীদ(২৮) ও বাবুল(৩০)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, কবরস্থানের জায়গায় সীমানা পিলার দেওয়ার চেষ্টা করে কোরিয়ান ইপিজেডের লোকজন। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, কোরিয়ান ইপিজেড এলাকায় সংঘর্ষে আহত আটজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বিভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।