ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহজালাল ব্যাংকের পরিচালক সোলায়মানের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
শাহজালাল ব্যাংকের পরিচালক সোলায়মানের জামিন ছবি : ফাইল ফটো

চট্টগ্রাম: শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান জামিন পেয়েছেন।

বুধবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ জন্নাতুল ফেরদৌস এ জামিন মঞ্জুর করেন।



দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বাংলানিউজকে বলেন, আসামী সোলায়মানের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। জামিনে ব্যাংকের আপত্তি না থাকায় দুদকের পক্ষ থেকেও বিরোধিতা করা হয়নি।
এজন্য আদালত জামিন মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক ১০ কোটি টাকার মুচলেকায় সাতজন শীর্ষ আইনজীবীর জিম্মায় তার জামিন মঞ্জুর করেন।

চলতি বছরের ১৩ এপ্রিল নগরীর কোতোয়ালী থানায় শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষ মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলাটি পরে দুদকের সিডিউলভুক্ত হয়।

গত ২৬ জুন ওই মামলায় সোলায়মানকে ঢাকার বিজয়নগরের আকরাম টাওয়ার থেকে সোলায়মানকে গ্রেফতার করা হয়।

এরপর গত ৩ জুলাই তাকে চট্টগ্রাম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়া হয়। ২০ জুলাই তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ০৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad