ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দশ বছরের শিশু ১৬ দিন ধরে নিখোঁজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ৫, ২০১৪
দশ বছরের শিশু ১৬ দিন ধরে নিখোঁজ শফিকুল ইসলাম রাফি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার মুরগীর ফার্ম এলাকার শফিকুল ইসলাম রাফি নামে ১০ বছর বয়সী এক শিশু গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।

রাফির পিতার নাম মোহাম্মদ স্বপন।

তার মায়ের নাম স্বপ্না বেগম। তাদের বাসা সাগরিকা মুরগীর ফার্ম এলাকার আলমতারা পুকুর পাড়ের মিয়ার কলোনিতে।


রাফির নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে পাহাড়তলী থানা এবং নগর গোয়েন্দা পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শফিকুল ইসলাম রাফি গত ২০ জুলাই দুপুর দেড়টা থেকে নিখোঁজ আছে। তার কোন সন্ধান পেলে পাহাড়তলী থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ঘণ্টা, আগস্ট ০৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।