চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার মুরগীর ফার্ম এলাকার শফিকুল ইসলাম রাফি নামে ১০ বছর বয়সী এক শিশু গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।
রাফির পিতার নাম মোহাম্মদ স্বপন।
রাফির নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে পাহাড়তলী থানা এবং নগর গোয়েন্দা পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শফিকুল ইসলাম রাফি গত ২০ জুলাই দুপুর দেড়টা থেকে নিখোঁজ আছে। তার কোন সন্ধান পেলে পাহাড়তলী থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১২ঘণ্টা, আগস্ট ০৫,২০১৪