চট্টগ্রাম: তোবা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, ওভার টাইম ও ঈদ বোনাস দেওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে শ্রমিক দল।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ।
মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স ম জামাল।
সমাবেশে তোবা গার্মেন্টস’র শ্রমিকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন সরকার ও বিজিএমইএ‘র উদ্দেশ্যে বলেন, তোবা গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান করুন।
অবিলম্বে এ সমস্যার সমাধান না হলে তোবা শ্রমিকদের এ আন্দোলন চট্টগ্রামেও প্রসারিত হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪