ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাস চাপায় ‍তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, আগস্ট ২, ২০১৪
চট্টগ্রামে বাস চাপায় ‍তরুণের মৃত্যু ছবি: প্রতীকী

চট্টগ্রাম: পিকনিক থেকে ফেরার পথে বাস চাপায় মো.মহিউদ্দিন নামে (২২) এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চন্দনাইশ থানার দোহাজারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মহিউদ্দিন নগরীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকার নুর আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির কর্তব্যরত নায়েক আবুল বাশার বাংলানিউজকে জানান,‘বান্দরবান থেকে পিকনিক করে ফেরার পথে দোহাজারী বাজার এলাকায় জ্যামে আটকা পড়ে পিকনিকের বাস।
এসময় বাস থেকে নেমে যায় মহিউদ্দিন। গাড়ি চলা শুরু করলে সে দৌঁড়ে গাড়িতে উঠতে গিয়ে গাড়ির নিচে চলে যায়। এতে চাপা পড়ে গুরুতর আহত হয়। তার সহযাত্রীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

বাংলাদেশ সময়: ১০২৮ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।