ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এল কে সিদ্দিকীর মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৪
এল কে সিদ্দিকীর মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,সাবেক পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর মৃত্যুতে রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছ্নে।  

শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা শোক প্রকাশ করেন।



সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এ মন্ত্রী। গত ২৮ জুলাই রাতে নিজ বাসভবনে অসুস্থবোধ করলে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

এল কে সিদ্দিকীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে  শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতি দাতারা হলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খাঁন, আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধরণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা,আগস্ট ১,২০১৪।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।