ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইয়ের কবলে সাংবাদিক মোরশেদ তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৪
ছিনতাইয়ের কবলে সাংবাদিক মোরশেদ তালুকদার মোরশেদ তালুকদার

চট্টগ্রাম: কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়েছেন দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর জামালখান সড়কে এ ঘটনা ঘটে।



ছিনতাইকারীরা তার ব্যবহৃত দুটি মোবাইল সেট, একটি হাতঘড়ি, ৭ হাজার টাকা, এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়।  

মোরশেদ তালুকদার বাংলানিউজকে বলেন, বাসা থেকে একটি ব্যাটারি চালিত রিকসা নিয়ে অফিসে যাচ্ছিলাম।
রিকসাটি জামালখান সড়কে পৌঁছলে চট্টগ্রাম প্রেসক্লাবের উত্তর পাশে পেছন থেকে আসা আরেকটি রিকসা সামনে এসে গতিরোধ করে।

ওই রিকসায় থাকা দু’জন যুবকের মধ্যে একজন এগিয়ে এসে এমইএস কলেজের মামুনুর রশিদের ছোট ভাই বলে পরিচয় দেয়। এসময় তিনি একজন অসহায় মানুষের জন্য ত্রান দেওয়ার জন্য সহযোগিতা চান।

মোরশেদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে ছুরি ধরে মোবাইল, হাতঘড়ি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।  

ঘটনার বিবরণ দিয়ে মোরশেদ তার ফেইসবুক পেইজে লিখেছেন, ‘পনের বিশ মিনিট আগে জামাল খান মোড়ে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খোয়ালাম। ভাগ্যিস, জানটা থেকে গেছে। ওরা আমার দুইটা মোবাইল সেটও নিয়ে গেছে।

রিকসা নিয়ে অফিসে যাওয়ার পথে জামাল খান মোড়ে আসতেই আমার রিকশার সামনে আরেকটি রিকশা এসে দাঁড়ালো। ওই রিকশায় দুইজন ছিলেন। একজন নেমে আমার ডান পাশে বসলেন। আরেকজন নিজেকে এমইএস কলেজ ছাত্রলীগের মামুনুর রশীদের ছোট ভাই পরিচয় দিলেন। ওরা জানতে চাইলে আমি ছাত্রলীগ করি কী না। আমি বললাম না, পত্রিকায় কাজ করি। ‘

বাংলাদেশ সময়:২০৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad