ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংস্কৃতিক সংগঠক অমৃতাংকুর সেন আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
সাংস্কৃতিক সংগঠক অমৃতাংকুর সেন আর নেই অমৃতাংকুর সেন হারু

চট্টগ্রাম: চট্টগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অমৃতাংকুর সেন হারু মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।



গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার গভীর রাত সাড়ে ১২টায় অমৃতাংকুর সেন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।


অমৃতাংকুর সেনের বাড়ি বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন রয়েছে।

প্রয়াতের ঘনিষ্ঠজন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি ডা.চন্দন দাশ বাংলানিউজকে জানান, অমৃতাংকুর সেন ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন অগ্রণী সংঘের সাধারণ সম্পাদক।

এছাড়া চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। একজন দক্ষ সমাজ সংগঠক হিসেবেও চট্টগ্রামে সমাধিক পরিচিত ছিলেন অমৃতাংকুর সেন।

তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া মুশতারি শফি, সহ-সভাপতি ডা.চন্দন দাশ, সাধারণ সম্পাদক সুনীল ধর, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান, যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেল গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ঘণ্টা, জুলাই ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।