ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামিনের মুক্তির পর ফের আটক শিবির নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
জামিনের মুক্তির পর ফের আটক শিবির নেতা ছবি: প্রতীকী

চট্টগ্রাম: জামিনে মুক্তির পর চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত কুতুবউদ্দিন শিবলীকে জেলগেট থেকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

এরপর সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল আটক করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং গত সংসদ নির্বাচন পূর্বাপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যত নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে সব ঘটনার নেপথ্য পরিকল্পনাকারী ও কারিগর ছিলেন কুতুবউদ্দিন শিবলী। গাড়ি ভাংচুর, রাস্তা ব্যারিকেড, অগ্নিসংযোগসহ নানা নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।

কারা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে ১৫টি মামলায় কুতুবউদ্দিন আগেই জামিন পান। সর্বশেষ দু’টি মামলায় তার জামিন আদেশ পৌঁছে রোববার রাতে। দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে সোমবার বিকেলে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৫৩ঘণ্টা, জুলাই ২৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।