ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কবি অরুণ সেনের জন্মদিন বুধবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
কবি অরুণ সেনের জন্মদিন বুধবার কবি অরুণ সেন

চট্টগ্রাম: ৫৮ বছরে পা দিচ্ছেন খ্যাতিমান কবি অরুণ সেন। বুধবার তার ৫৭ তম জন্মদিন।



১৯৫৮ সালের এই দিনে কবি অরুণ সেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা প্রকাশ ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। অরুণ সেন প্রয়াত অজিত কুমার সেন এবং নিয়তি রানী সেনের প্রথম সন্তান।


তিন দশকেরও বেশি সময় ধরে কবিতা লেখালেখির সঙ্গে জড়িত অরুণ সেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্য রয়েছে- শঙ্কায় নিনাদে শঙ্খ, বাইরে রেখে পা, শেষ বিকেলের কড়ানাড়া, রুদ্র গেছে রোদের বাড়ি, বুকে তার মুকুন্দরামের হাট, কে মানুষ পলাতক বুকে কাঁদে, ভালো আছো সোনালু ফুল, অনেক ভুলের প্রতিবেশী, অথচ নীরবতা এবং ছড়ায় ছড়ায় কথার নাচন।

কবি অরুণ সেন ‘ঋতপত্র’ নামে একটি কবিতার কাগজ সম্পাদনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, জুলাই ২৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।