ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জিডি দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই কুকুর হাজির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
জিডি দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই কুকুর হাজির ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী সোপান সরকারের হারিয়ে যাওয়া কুকুরটি পাওয়া গেছে।

সোমবার দুপুরে নগরীর কোতয়ালী থানার জেল রোডে আমানত শাহ মাজার এলাকায় কুকুরটির সন্ধান পাওয়া যায়।

এরপর সোপান সরকার গিয়ে সেটিকে বাসায় নিয়ে যায়।

সোপান বাংলানিউজকে বলেন, কুকুরটি হাঁটতে হাঁটতে জেল রোডে চলে গিয়েছিল।
সেখানে এক ব্যক্তি কুকুরটিকে নিজের কাছে রেখে দেন। পত্রিকায় জিডি করার সংবাদ পড়ে তিনি আমার মোবাইল নম্বরে ফোন করেন। পরে আমি গিয়ে কুকুরটি নিয়ে আসি।

সোপান সরকার এশিয়ান পেপার মিলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মুকুল সরকারের ছেলে। তাদের বাসা আলকরণ দুই নম্বর গলিতে জে আর হাইচ ভবনের চতুর্থ তলায়।

 সাড়ে তিন মাস আগে তার এক আত্মীয়ের কাছ থেকে তিনি লাব্রাডোর প্রজাতির বিদেশি কুকুরটি সংগ্রহ করেন। গত ২৩ জুলাই সন্ধ্যার দিকে কুকুরটি তাদের বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সেটি নিখোঁজ ছিল।

রোববার বিকেলে সোপান সরকার বাদি হয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

কুকুরটিকে আদর করে সোপান সরকার ডাকতেন ‘দেবু’ নামে। আর তাদের পরিবারের লোকজন ডাকতেন ‘ব্রেভো‘ নামে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।