ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ মাসের শিশু নিয়ে পালিয়ে গেল আশ্রিতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
পাঁচ মাসের শিশু নিয়ে পালিয়ে গেল আশ্রিতা ছবি:প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ফইল্যাতলী এলাকায় এক আশ্রিতা আশ্রয়দাত্রীর পাঁচ মাসের শিশু নিয়ে পালিয়েছে। শিশুটিকে খুঁজে পেতে এখন পুলিশ ও র‌্যাবের কাছে ধর্ণা দিচ্ছেন শিশুটির অসহায় মা।



পাহাড়তলী থানার এস আই সেকান্দর হোসেন বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার আয়েশা আক্তার (১৯) নামে এক নারী ‍নিজের অসহায়ত্ব প্রকাশ করে ফইল্যাতলী এলাকায় জনৈক সদীপ হোসেনের বাসায় আশ্রয় চায়। সরল বিশ্বাসে সদীপের স্ত্রী জয়নাব আক্তার তাকে বাসায় আশ্রয় দেন।
আয়েশাকে দিয়ে গৃহস্থালি কিছু কাজও করাতে থাকেন জয়নাব।

সোমবার ভোরে জয়নাব ঘুম থেকে উঠে দেখেন আয়েশা এবং তার পাঁচ মাসের মেয়ে বাসায় নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোন হদিস পাওয়া যায়নি।

এরপর জয়নাব আক্তার পাহাড়তলী থানায় এবং র‌্যাব কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন।

এস আই সেকান্দর হোসেন বাংলানিউজকে বলেন, অভিযোগ পাবার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু বাসায় কেউ না থাকায় কথা বলতে পারিনি। শিশুটির মায়ের সঙ্গে কথা বলে তারপর অভিযানে নামব।

থানায় লিখিত অভিযোগে আয়েশা আক্তারের বাড়ি রাঙামাটি উল্লেখ করা হয়েছে বলে এস আই সেকান্দর জানান।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।