ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ বন্ধেও সড়ক সংস্কার করবে সিটি কর্পোরেশন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
ঈদ বন্ধেও সড়ক সংস্কার করবে সিটি কর্পোরেশন

চট্টগ্রাম: ঈদের ছুটিতেও নগরীতে সড়ক মেরামতের কাজ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ মনজুর আলম।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মাচরী নগরবাসীর সেবক।

নাগারিক স্বার্থে তাদের ঈদের আনন্দ ও ছুটি উৎসর্গ করতে হবে।

শনিবার সকালে নিজ বাসভবনে সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।


প্রকৌশলীদের উদ্দেশ্যে মেয়র বলেন, কোন ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে তাকে জরিমানা গুনতে হবে। ঠিকাদারদের কাছ থেকে নির্ধারিত সময়ে কাজ বুঝে নেওয়ার দায়িত্ব প্রকৌশলীদের।

বৈঠকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. মাহফুজুল হক, মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম, সামসুল হুদা সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad