ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোলায়মান শেঠের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : বাবলু

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪
সোলায়মান শেঠের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : বাবলু জিয়াউদ্দিন আহমেদ বাবলু / সোলায়মান আলম শেঠ

চট্টগ্রাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ছবি তুলে বুধবার চট্টগ্রাম মহানগর সভাপতি দাবিদার সোলায়মান আলম শেঠের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে চট্টগ্রামে বিভ্রান্তি দেখা দিয়েছে।

গত ৫ জুন নগর কমিটি ভেঙ্গে দিয়ে সংসদ সদস্য মাহজাবীন মোরশেদকে আহবায়ক করে নগর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় জাতীয় পার্টি।

কমিটি মেনে না নিয়ে নিজেকে সভাপতি দাবি করে দৌঁড় ঝাপ শুরু করেন সোলায়মান আলম শেঠ। আয়োজন করেন ইফতার পার্টিও।
সভাপতি দাবি করায় দলীয় চেয়ারম্যানের তিরস্কারও হজম করতে হয়। কিন্তু এরপরও দমে যাননি তিনি।

বুধবার দলীয় চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে ছবি তুলেন। নিজেকে সভাপতি দাবি করে সেই ছবিসহ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে সোলায়মান আলম শেঠ দাবি করেন, ‘দলীয় প্রধান শেঠকে আশ্বস্ত করেছেন যে, নগর জাতীয় পার্টিতে নতুন কোনো কমিটি দেওয়া হয়নি। পূর্বের কমিটি বহাল আছে। ’

এতে প্রশ্ন উঠে মহানগর জাতীয় পার্টির কর্ণধার কে? এসব বিষয়ে বৃহস্পতিবার রাতে বাংলানিউজের সঙ্গে কথা বলেন দলের কেন্দ্রিয় মহাসচিব ও কোতোয়ালী আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

তিনি বলেন,‘সোলায়মান নিজের কথা নিজে বলছেন। এটার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। প্রত্যেক দলেরই একটি গঠনতন্ত্র আছে। সে গঠনতন্ত্র অনুযায়ী দল চলে। কোনো কমিটি বহাল আছে কি, ভেঙে দেওয়া হয়েছে অথবা নতুন কমিটি করা হয়েছে সেটি ঘোষণা দেওয়া হয় গঠনতন্ত্রের ধারা অনুযায়ী কেন্দ্র থেকে। এটি আমাদের দলে যেমন, বিএনপি ও আওয়ামী লীগেও একই নিয়ম অনুসরণ করে। ’

“সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও কেন্দ্রিয় সহ সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমও যদি এরকম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজেরা নিজেদেরকে কমিটির প্রধান দাবি করেন সেটি আমাদের গুরুত্ব দিতে হবে কেন? মাহজাবীনকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে সেটি কেন্দ্র থেকে দপ্তর সম্পাদক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন সবাইকে। এটা দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদসহ আমরা কেন্দ্রিয় কমিটির সবাই অনুমোদন করেছি। ”

তাহলে সোলায়মান আলম শেঠ কেন এরকম প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছি। কেউ যদি
দলের গঠনতন্ত্র অমান্য করে কিংবা লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয় তাহলে তার বিরুদ্ধে গঠনতন্ত্রের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলের সর্বোচ্চ মহল থেকে নতুন আহবায়ক মনোনয়ন দেওয়া হয়েছে এটা সোলায়মান মানতে পারছেন না। তিনি মনে করছেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতির পদ তিনি চিরস্থায়ী বন্দোবস্তের মতই দখল করে রাখবেন। নতুন কেউ আসতে পারবে না। ’

দলের চেয়ারম্যানের সঙ্গে ছবি তুলে গণমাধ্যমে পাঠানো প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বাবলু বলেন, ‘প্রতিদিনই তো অনেক লোক আমাদের দলের চেয়ারম্যানের সাথে দেখা করেন, ছবি তুলেন। সেটা কি এভাবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে দেওয়া শোভন? আমার সাথেও সে দেখা করেছে। তাতে কি এমন ঘটনা ঘটেছে যে সংবাদপত্রে ছবিসহ প্রেস বিজ্ঞপ্তি দিতে হবে। ’

শনিবার জাতীয় পার্টি মহানগর কমিটির নাম ভাঙিয়ে নগরীর হোটেল পেনিনসুলায় ইফতার পার্টির আয়োজন করেন সোলায়মান শেঠ। ইফতার পার্টিতে জাতীয় পার্টির নেতাকর্মী এবং তিনি নিজে অংশ নিবেন কি না জানতে চাইলে বাবলু বলেন, ‘না, আমাদেরকে জানানো হয়নি। চট্টগ্রামে আমি একটি দাওয়াতপত্র দেখেছি তাতে কেন্দ্র থেকে কারো নাম অতিথি হিসেবে উল্লেখ নেই। কেন্দ্রের কেউ এতে যোগ দেবেন না। আগের সপ্তাহে মহানগর উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটির উদ্যোগে আমরা যৌথভাবে ইফতার পার্টির আয়োজন করেছি। সেখানে মন্ত্রী ও দলের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আমি, কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ দলের সাংগঠনিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলাম। ’

বাংলাদেশ সময়: ০০১০ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad