ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেওয়ানহাটে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
দেওয়ানহাটে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বেতনের দাবিতে নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।



ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বাংলানিউজকে জানান, আগ্রাবাদ অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক উৎপাদকারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কারখানার অভ্যন্তরে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা দেওয়ান হাট এলাকায় জড়ো হয়ে প্রায় পনের মিনিট সড়ক অবরোধ করে রাখে।
পরে মালিক পক্ষ বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এসআই আমিনুল বলেন, বিক্ষোভ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রমিকরা কারখানায় ফিরে গিয়ে তাদের বেতন নিচ্ছেন।

আগ্রাবাদ অ্যাপারেলসের শ্রমিকরা জানান, শ্রমিকদের জুন ও জুলাই মাসের বেতন বাকি রয়েছে। বৃহষ্পতিবার দুপুরে বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভ ও সড়ক অবরোধের পর মালিকপক্ষ জুন মাসের বেতন দেওয়ার পাশাপাশি ঈদের পর জুলাই মাসের বেতন পরিশোধ করার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।