ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাইক্রোবাসে হঠাৎ আগুন, রক্ষা পেল ৮ যাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
মাইক্রোবাসে হঠাৎ আগুন, রক্ষা পেল ৮ যাত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় আকস্মিকভাবে আগুন লেগে একটি মাইক্রোবাস পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছে চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রী।



শনিবার দুপুর ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে ফিরছিল।
সেতুর উত্তর পাড়ে আসার পর গাড়ির ব্যাটারি টার্মিনালে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এস আলম ক্রোকারিজ নামে একটি দোকানের মালিক সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে বলেন, হঠাৎ করে গাড়ির পেছন দিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। গাড়ির ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায়। দু’মিনিট দেরি হলে যাত্রীরা আর বেরুতে পারতেন কিনা সন্দেহ আছে।

মাইক্রোবাসটি পুড়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।