ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেবার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে হবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
সেবার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রমজান মাসের শিক্ষা নিয়ে সারা বছর মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদ আয়োজিত মতবিনিয় ও ইফতার মাহফিলে এ আহ্বান জানানো হয়।



তারা বলেন, রমজান মাস আত্ম সংযমের মাস। এ মাসে জনকল্যাণে কাজ করতে হবে।
মানুষের মধ্যে থেকে দিন দিন সেবার মন মানসিকতা হারিয়ে যাচ্ছে। আত্মকেন্দ্রীক পড়ছে, এতে দেশ ও জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এলাকাবাসী জনপ্রতিনিধিদের ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য নির্বাচিত করেন উল্লেখ করে তারা বলেন, এলাকার উন্নয়নে জনগণ প্রতিনিধিদের পাশে থাকতে হবে।

বক্তারা আরো বলেন, রমজান এলে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি। কিন্তু রমজান শেষে সবই ভুলে যাই। রমজানের শিক্ষা নিয়ে সব সময় জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।

ধলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, অধ্যক্ষ মো. লোকমান, আবদুল লতিফ, ব্যাংকার জসীম উল আলম চৌধুরী, মাওয়ালানা হাসানুল করিম মুনিরী, সৈয়দ আহমদ, আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:২০১৬ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।