ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে সাত চালককে ৩৩ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
বন্দরে সাত চালককে ৩৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: লাইসেন্স ছাড়া বন্দর জেটিতে ট্রাক-লরি চালানো এবং অনিয়মের অভিযোগে সাতজন চালককে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট ড.অনুপম সাহার নের্তৃত্বে এনসিটি জেটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।



দণ্ডপ্রাপ্তরা হলেন-ভোলার মো. নুরুদ্দিন, মাইনুদ্দিন, নোয়াখালির মো. সুমন, জহিরুল ইসলাম, শেরপুরের মাসুদ রানা, চট্টগ্রামের মো. এরশাদ সাইফুল ইসলাম।

অনুপম সাহা বাংলানিউজকে বলেন, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬জন চালককে ৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া যত্রতত্র গাড়ি পাকিং করায় অপর একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।