ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক সেবন ও বিক্রির দায়ে ৫ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
মাদক সেবন ও বিক্রির দায়ে ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫জনকে বিভিন্ন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন এ আদালত পরিচালনা করেন।



জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর বন্দর থানার ইসহাকের ডিপো ও দুই নম্বর মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে গাজা রাখা ও সেবনের দায়ে ৩জনকে কারাদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে মো. শাহজাহান ও মো. সেলিম নামে দুইজনকে ২ মাস করে এবং মো. পারভেজ নামের একজনকে একমাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


নগরীর বিআরটিসি মোড় এলাকা থেকে ৫০০ গ্রাম গাজাসহ মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, নগরীর আসকার দিঘির পূর্ব পাড় থেকে ৩০ পিস ইয়াবাসহ শামছুল আলমকে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদৎ হোসেন বাংলানিউজকে বলেন, মাদক বিক্রি এবং উন্মুক্ত স্থানে মাদক সেবনের দায়ে ৫জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর বিভিন্ন ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।