ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শপিংমলে ছাত্রলীগের হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
চট্টগ্রামে শপিংমলে ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ ধানার নাসিরাবাদ এলাকা অভিজাত শপিংমল সানমার ওশান সিটিতে হামলা, ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।



সূত্র জানায়, মার্কেটের চতুর্থ তলায় ফুডকোর্টের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় ওমর গণি এমইএস কলেজের কলেজের একদল ছাত্রলীগ কর্মীর কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়।
খবর পেয়ে কলেজ থেকে আরো ছাত্রলীগ কর্মী গিয়ে ফুডকোর্ট ও আশেপাশের দোকানে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর ও লুটপাত চালায়। এসময় ঈদের শপিং করতে আসা ক্রেতাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আধাঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই বলে জানান।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।