ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক সেবন ও বিক্রির দায়ে ছয়জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
মাদক সেবন ও বিক্রির দায়ে ছয়জনের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।



জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে নগরীর রেলস্টেশন এলাকায় ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় গাঁজা বিক্রির দায়ে নীলু বেগম নামে একজনকে তিন মাস এবং গাঁজা সেবনের দায়ে মো. বেলাল ও মো. সোহেল নামে দু’ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


পরে, চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মদ বিক্রির দায়ে নুপুর আক্তার ‍ও জেসমিন আক্তার নামে দু’জনকে দুই মাস করে এবং মো. আব্দুল্লাহ নামে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উভয় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, অপরাধীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad