ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আশঙ্কাজনক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আশঙ্কাজনক ৬ ছবি: প্রতীকী

ঢাকা: চট্টগ্রামের বাঁশখালির নাপোরা ছড়ারপুল এল‍াকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।



মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


বাঁশখালি থানার উপপরিদর্শক (এসআই) সুজন বাংলানিউজকে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসে আগুন লেগেছে এ বিষয়টি সত্য নয়।

বাঁশখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক মিনহাজ জানান, ১৬ জনকে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৬ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এখানে দু’জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের অধিকাংশের শরীর বাসের ইঞ্জিনের গরম তেলে ঝলসে গেছে বলেও জানান এ চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪/আপডেট: ১১৩৮ ঘণ্টা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।