ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে আহত ৩ শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে আহত ৩ শিশু

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার কাজির দেউড়ি দুই নম্বর গলি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে তিন শিশু আহত হয়েছে।

সোমবার বিকেলে সেলফ প্রপার্টিসের নির্মাণাধীন ভবন থেকে লোহার রড পড়লে এ ঘটনা ঘটে।



নিরাপত্তা বেষ্টনী ছাড়া নির্মাণ কাজ পরিচালনা করায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে মো. ইয়াছিন (৮) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ সহকারী পরিদর্শক (এএসআই) পঙ্গজ বড়ুয়া বাংলানিউজকে বলেন, সেলফ প্রপার্টিসের নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার রড পড়ে আহত হন ইয়াছিন।

সোমবার বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বাংলানিউজকে জানান, নগরীর কাজির দেউড়ি এলাকায় সেফল প্রপার্টিসের নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার রড পড়ে একই এলাকার বাসিন্দা তিন শিশু আহত হয়েছে।

নিরাপত্তা বেষ্টনী ছাড়া ভবনের নির্মাণ কাজ পরিচালনা করায় ওই প্রতিষ্ঠানের পাঁচজন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।