ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজপথে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
গাজায় গণহত্যার প্রতিবাদে রাজপথে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও চলমান গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা।

সোমবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ গণহত্যার তীব্র প্রতিবাদ জানান তারা।



বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত আবৃত্তি জোট-চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম মানবহত্যা চলছে।
শিশুদের হত্যা করা হচ্ছে। জাতিসংঘ ও বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলের এ হত্যাযজ্ঞে নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন। জাতিসংঘ আজ একটি অকার্যকর ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ খোকনের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্রের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি রণজিৎ রক্ষিত, যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল, সাধারণ সম্পাদক সুচরিত চৌধুরী টিংকু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট দীপক চৌধুরী, আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী,  ঋতু ভিত্তিক নাট্যমেলা পরিষদের মোহাম্মদ আলী টিটো।

সমাবেশে প্রতিবাদী কবিতা পাঠ করেন অধ্যাপক বিকিরণ বড়ুয়া এবং অধ্যাপক আলেক্স আলীম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন জাহাঙ্গীর আলম, মোসলেম উদ্দীন শিকদার, স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, পঞ্চানন চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সাইদুল করিম প্রমুখ।

সভায় চট্টগ্রামের প্রগতিশীল ত্রিশটি আবৃত্তি ও নাট্য সংগঠনের নেত‍ারা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

সংগঠনগুলো হলো বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস,  ত্রিতরঙ্গ আবৃত্তি দল, মুক্তধ্বণি আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, শব্দনোঙর আবৃত্তি সংগঠন, বর্ণ আবৃত্তি পাঠশালা, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ,  স্বপ্নযাত্রী, অঙ্গণ চবি, দৃষ্টি চট্টগ্রাম, চট্টগ্রাম আবৃত্তি একাডেমী, নাট্যদল গণায়ন নাট্য সম্প্রদায়, অরিন্দম নাট্যসম্প্রদায়, তির্যক নাট্যগোষ্ঠি, লোক থিয়েটার, উত্তরাধীকার, কথক, সমীকরণ, নাট্যাধার, থিওচ, মঞ্চমুকুট, অনন্য থিয়েটার, চট্টল থিয়েটার, নান্দিকারসহ বিভন্ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।