ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাজি ইউনুছ অ্যান্ড কোং-এর যাত্রা শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
হাজি ইউনুছ অ্যান্ড কোং-এর যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পুনঃসংস্কারের পর নতুনভাবে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পেট্রল পাম্প মেসার্স হাজী মো. ইউনুছ অ্যান্ড কোং (শামীম পেট্রোল পাম্প)।

সংস্কার কাজ সমাপ্তির পর শুক্রবার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি সিভিও পেট্রো-কেমিক্যাল রিফাইনারি লিমিটেড’র চেয়ারম্যান শামসুল আলম শামীম।

এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

পুনঃসংস্কার ও আধুনিকায়নের পর নির্ভেজাল, সঠিক মাপ এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নতুন রূপে যাত্রা শুরু করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।


প্রতিষ্ঠানের আয় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, স্কুল পরিচালনা,  জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও গরিব ও দুস্থ লোকের বিয়েতে খরচ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক এএইচ‌এম হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

‍বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।