bangla news

চট্টগ্রামে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

377 |
আপডেট: ২০১৪-০৭-১৮ ৫:২৭:০০ এএম

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের ফলমণ্ডি এলাকায় ট্রাক চাপায় মো. আবদুল্লাহ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের ফলমণ্ডি এলাকায় ট্রাক চাপায় মো. আবদুল্লাহ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোস্তাফা কামাল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আবদুল্লাহর বাসা ফলমণ্ডি এলকায়। সকালে রাস্তা পার হওয়ার সময় একটি আমবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। 

গুরুতর আহত অবস্থায় তাকে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-07-18 05:27:00