bangla news

চবিতে তরুণীর আত্মহত্যা

2208 |
আপডেট: ২০১৪-০৭-১৭ ৪:১৫:০০ পিএম
ছবি : প্রতীকী

ছবি : প্রতীকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) উত্তর আবাসিক এলাকায় ফারজানা বিনতে করিম (২৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে নিজঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে তিনি আত্মহত্যা করেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) উত্তর আবাসিক এলাকায় ফারজানা বিনতে করিম (২৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে নিজঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে তিনি আত্মহত্যা করেন।

ফারজানা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষক নুরুল করিমের মেয়ে । ২০১০-১১ সেশনে  যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স পাশ করেছিলেন।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো.আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ফারজানাকে সন্ধ্যার পর সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় দেখে তার অভিভাবকরা থানায় খবর দেন।

পুলিশ তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাংলাদেশ সময় : ০২১২ ঘন্টা,জুলাই ১৮, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-07-17 16:15:00