ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে যুবলীগ কর্মী খুন, দু’জন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, জুলাই ১৭, ২০১৪
চট্টগ্রামে যুবলীগ কর্মী খুন, দু’জন গুলিবিদ্ধ ছবি : প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামে মুখোশধারীদের গুলিতে উপজেলা যুবলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মীর নাম মো: হোসেন (৩৫)।

এছাড়া আরো দুই যুবলীগ কর্মী আলতাফ ও ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছেন।


সূত্র জানায়, বৃহস্পতিবার ইফতারের পর তারা পার্টি অফিসে বসে তিনবন্ধু গল্প করছিল। এসময় হঠাৎ সিএনজি অটোরিক্সাযোগে তিনজন বোরখা পরিহিত মুখোশধারী এসে গুলি চালায়।

আহতাবস্থায় প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হোসেন মারা যান। পরে বাকি দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ ওলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  মুখোশধারীদের চিহ্নিত করা যায়নি। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।